মালদা

লড়ি দুর্ঘটনায় মৃত চালক, আহত খালাসি, ঘটনাটি ঘটেছে গাজোলের আলমপুর এলাকায়

লড়ি চালানোর সময় গাড়ি থেকে নিয়ন্ত্রণ হারাল চালক। যার ফলে ঘটল দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে এমনই দুর্ঘটনাটি ঘটল গাজোল থানার আলমপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় মৃত্যু হয়েছে লড়ি চালকের। খালাসি গুরুত্বর আহত অবস্থায় গাজোল হাসপাতালে চিকিৎসাধীন। 

          জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একটি লড়ি ঝাড়খন্ডের দিক থেকে গাজোল হয়ে বালুরঘাটের দিকে যাচ্ছিল। পথে গাজোলের আলমপুর এলাকায় গাড়ি চালানোর সময় হঠাৎ করে লড়ি থেকে নিয়ন্ত্রন হারায় এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন লড়ি চালক ও খালাসি। এরপর স্থানীয়রা লড়ি চালক ও খালাসিকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা লড়ি চালককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় খালাসি গাজোল গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। খবর দেওয়া হয় গাজোল থানায়। শুক্রবার সকালে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে লড়ি চালকের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ। 

         এবিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, তারা লড়ি চালক ও খালাসিকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লড়ি চালককে মৃত বলে জানায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/YBtuf4L3DI0